অল্প সময়ে ফোনে চার্জ দিন ২×গুন

মোবাইল ফোনের চার্জিং সমেস্যা নিয়ে ঝামেলায় পড়েননি এমন ব্যাক্তি খুজে পাওয়া ভার।
তবে এই সমেস্যা বেশি দেখাযায় যখন আপনার গন্তব্য হয় অনেকদুর, আর ফোনে চার্জ দেওয়ার জন্য হাতে সময় থাকে কম।
গন্তব্য যত বেশি দুরত্বের হয় ফোনে ফুল চার্জ দিয়ে নেওয়ার জন্য আমরা সবাই কমবেশি চেষ্টা করি। তবে সেই চেষ্টাই গুড়েবালি হয়ে যায় যখন ফোনে ফুল চার্জ হতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে।
কোন উপায় না পেয়ে এই অসহ্য যন্তনাটা আমাদের মেনে নিয়ে ফোনের ফুল চার্জিংয়ের জন্য বসে থাকতে হয়।
এই সমেস্যার সমাধান নিয়েই লেখা হয়েছে আজকের টিউন টি।
তাই চলুন আর কথা না বাড়িয়ে কাজেই কথাই আসা যাক।
 ১, সাধারনত আমরা যখন ই ফোনে চার্জ দেইনা কেন ফোন অন রেখেই এবং সিম সচল রেখেই ফোনে চার্জ দিয়ে থাকি। যে কারনে ফোনে চার্জিং হতে বেশ সময় লাগে। তাই আমাদের যখন খুব ফাস্ট চার্জ দেওয়ার প্রয়জন হবে তখন আমরা ফোনটাকে এরোপ্লেন মোড বা হ্যানডসেটটি অফ করেই চার্জ দিবো। কেননা আপনার ফোনের চার্জের অধিকাংশ পাওয়ারই ব্যায় হয় আপনার সিমের নেটওয়ার্ক সচল রাখতে, লোকেশন অন রাখতে ওয়াইফাই বা ব্লুথুত ডিভাইস কানেক্টিভ রাখতে।
এ জন্য আপনি যদি চার্জের সময় ফোনটির এরোপ্লেন মুডে রাখেন তবে ফোনের এই ফিচার গুলো তখন আর কাজ করবে নাহ তাই অতিরিক্ত পাওয়ার ও আর ব্যায় হবেনাহ। এছাড়া আপনি যদি চার্জিংয়ের সময় ফোনটি অফ/বন্ধ করে চার্জ দেন, তাহলে আরো দ্রুত চার্জ হবে কারন ফোনটি অন থাকলে ফোনের মাডারবোর্ড সক্রিয় থাকে যেটিও পাওয়ার অপচয়ের অন্যতম কারন।
২)এরপর আপনার ফোন চার্জিংয়ের সময় যদি গরম হয়ে থাকে, তাহলে চার্জ দদেওয়ার সময় আপনার ফোনের ব্যাক কাভার খুলে রাখুন।
কারন ফোনের বডি বেশি গরম থাকলে তথা ব্যাটারি বেশি গরম হলে ফোনে দ্রুত চার্জ নিতে পারেনাহ।
এবং অতিরিক্ত গরম হওয়ার কারনে আপনার ফোনের ব্যাটারির লাইফ টাইম খুব সহজেই কমতে থাকে।
তাই চার্জে লাগানোর সময় খেয়াল করবেন ফোন গরম হলে, ফোনের ব্যাক কাভার খুলে রাখবেন তাতে করে আপনার ফোনে দ্রুত চার্জ হতে সহায়তা করবে।
৩) আপনার ফোন চার্জে দেওয়ার সময় ফোনের অরজিনাল চার্জার দিয়েই চার্জ দেওয়ার চেষ্টা করবেন। কারন আপনার ফোনের ধারন ক্ষমতা অনুযায়ী আপনার ফোনের চার্জারটিও তৈরী করা।
সেহেতু সেই ডিভাইসটি দিয়েই চার্জ দিলে বৈদুতিক প্রবাহটা সঠিক মাপেই হবে এবং দ্বিগুণ দ্রুত চার্জ হবে।
৪) আপনার ফোনের চার্জ বেশি সময় ধরে রাখার জন্য আপনার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপস গুলো আনইন্সটল করে দিন। কারন যতবেশি অপ্রয়োজনীয় অতিরিক্ত অ্যাপস ব্যবহার করবেন ততবেশি পাওয়ার অপচয় হবে। কেননা ফোন অন থাকা মানে আপনার ফোনের সকল অ্যাপস ই সচল থাকা।
(এখানে অপ্রয়োজনীয় অ্যাপস বলতে বুঝানো হয়েছে যে অ্যাপস গুলো জীবনে একবার ব্যবহার বা প্রয়জনে ইনস্টল করেছিলেন কিন্তু পরবর্তীতে আর কোনদিন প্রয়জন হয়নি। যেমন: বিভিন্ন ধরনের গেমসের এ্যাপ, থিম, অপ্রয়োজনীয় ব্রাউজার ইত্যাদি) এগুলো ফোনে রেখে চার্জের অপচয় করা ছাড়া আর কিছুই নাহ।

উপরোক্ত কাজ গুলো সঠিক ভাবে করলে আপনার ফোন বেশ কয়েকগুন দ্রুত চার্জ হবে আশাকরি। তবে যে ১০ মিঃ এ ফুল চার্জ হবে এমনটা নাহ।
কিন্তু যে সময়ে আপনার ফোন ফুল চার্জ হতো তার থেকে ৩০ মিঃ সময় কম লাগবে এটা বলাই যায়।
অনেকে বলতে পারেন এটুক সময় আহামরি কিছুনাহ। কিন্তু প্রয়জনের সময় ১০টা মিঃ ও কি মূল্যবান সেইটা প্রয়জনে পড়লেই বুঝতে পারবেন।
সাবধানতাঃ ফোনে দ্রুত চার্জ দেওয়ার জন্য বর্তমানের আপডেট ফোনের চার্জার গুলোতে ফাস্ট চার্জিং প্রযুক্তির ব্যবহার করা হচ্চে। যেটার কারনে ১৫-২০ মিঃ এই ফোনে ফুল চার্জ হয়ে যাচ্চে। এটা দেখে কেউ আবার ঐ চার্জার দিয়ে আপনার ফোনে চার্জ দিবেন নাহ। কেননা ঐ ফোনের চার্জ ধারন ক্ষমতা অনুযায়ী ঐ চার্জারের ওয়াট নির্ধারন করে। আপনার ফোনে অতিরিক্ত ওয়াটের চার্জার ব্যবহার করলে দ্রুত চার্জতো হবেই নাহ বরং অনেক সময় ব্যাটারি নস্ট হয়ে যেতে পারে।

আশাকরি আজকের টিপস এন্ড ট্রিকস টি আপনাদের উপকারে আসছে। ট্রিকসটি যদি ভালো লাগে তবে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করুন।
টেক তাসকিনের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post