ফেসবুক পৃথিবীর সবথেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। সেই ভাবে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য ফেসবুক সবার শীর্ষে। কর্পোরেট বিজনেস থেকে শুরু করে মিডিয়া, সেলিব্রেটি সবার কাছেই ফেসবুক হয়ে উঠেছে এক আকাশচুম্বী মাধ্যম। সকলেই খুব সচেতনতার সাথেই ব্যবহার করছে এই গুরুত্বপূর্ণ সামাজিক ম্যাধম। গ্রাহক বা ফ্যান ফলোয়ারদের কাছে সহজে যোগাযোগ বাড়াতে খুবই ভূমিকা রাখছে বিশ্বের সবথেকে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
আজ আপনাদের জানাবো লাইকের বিবেচনায় বাংলাদেশের শীর্ষে থাকা সেরা ১০ টি ফেসবুক পেজ সম্পর্কে।
চলুন তাহলে শুরু করা যাক……..
১০। সময়ের কন্ঠস্বরঃ দেশের নামি দামি এবং শীর্ষে থাকা অনেক মিডিয়াকে পিছনে পেলে এবং অনলাইন নিউজের মধ্য সেরা দশে থাকা একমাএ ফেসবুক পেজ সময়ের কন্ঠস্বর। পেজটি সেরা দশের তালিকায় দশ নাম্বারে রয়েছে। ভেরিফাইড এ পেজটি ২০১৩ সালের ১৯ শে মে যাএা শুরু করে, বর্তমানে যার লাইক সংখ্যা ১০,৫৬০,৬৮০ টি।
৯। এনটিভিঃ দেশের অন্যতম টিভি চ্যানেল এনটিভির ফেসবুক পেজটি তালিকার নবম স্থানে রয়েছে। ২০১৪ সালের ৯ ডিসেম্বর থেকে চলতে থাকা ফেসবুক পেজটিতে বর্তমানের লাইক সংখ্যা ১০,৯১৭,২৫৬ টি।
৮। সাকিব আল হাসানঃ বিশ্বের নাম্বর ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানের ভেরিফাইড ফেসবুক পেজটি তালিকার ৭নম্বরে অবস্থান করছে। এবং বালাদেশের ক্রিড়াবিদদের মধ্য একমাএ সাকিব আল হাসানের ফ্যান পেজটি সেরা দশে স্থান করে নিয়েছে। ২০০৮ সালের ১৬ অক্টোবর যাএা শুরু করে এই ভেরিফাইড পেজটি, বর্তমানে যার লাইক সংখ্যা ১০,৯৭৬,২০৫ টি।
৭। রবিঃ টেলিকম খাতের বর্তমান সমায়ের সবথেকে আলোচিত সমালোচিত প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের ফেসবুক পেজটি আছে তালিকার ৭ম স্থানে। এ ভেরিফাইড পেজটি ২০১১ সালের ৫ জানুয়ারীতে চলতে শুরু করে, বর্তমানে পেজটির লাইক সংখ্যা ১১,২৮৪,৪৩০ টি।
৬। আরটিভিঃ দেশের অন্যতম পুরাতন মিডিয়া চ্যানেল আরটিভির অফিশিয়াল ফেসবুক পেজটি তালিকার ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে। ২০০৮ সালের ২২শে মে থেকে চলতে থাকা পেজটির বর্তমান লাইকের সংখ্যা ১১,৬৪১,৫১২ টি।
৫। বাংলাদেশ ক্রিকেটঃ দি টাইগার্সঃ বাঙালীদের প্রানের স্পন্দন এদেশের ক্রিকেট। আর সেই ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেজ দি টাইগার্স নামের পেজটি সেরা দশের মধ্য ৫ম স্থানে অবস্থান করছে। ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি থেকে শুভ সূচনা হওয়া পেজটি কোন প্রকার বিজ্ঞাপন (বুস্ট) ছাড়ায় পেজটির বর্তমান লাইক সংখ্যা ১২,০৭২,৯১৬ টি।
৪। বাংলালিংক ডিজিটালঃ টেলিকম খাতের আরেক জায়েন্ট বাংলালিংক তালিকার ৪ নাম্বারে অবস্থান করছে। ভেরিফাইড এ ফেসবুক পেজটি ২০১১ সালের ১৮ সেপ্টেম্বরে চলতে শুরু করে, বর্তমানে যার লাইক সংখ্যা ১২,১৮৪,৫৪৭ টি।
৩। বিবিসি নিউজ বাংলাঃ দেশি শত শত নামি দামি মিডিয়াকে পিছনে পেলে সেরা দশের তালিকায় ৩য় স্থান দখল করে আছে বিবিসি বাংলা নিউজ। ২০১১ সালের ১৮ অক্টোবর থেকে চলতে থাকা বিবিসি বাংলার পেজটিতে এ পর্যন্ত লাইকের সংখ্যা ১২,৬৩৩,২৫৪ টি।
২। প্রথম আলোঃ মিডিয়ার জগতে প্রথমআলো যেমন সর্বাধিক পঠিত, ফেসবুকের লাইক সংখ্যায় ও তেমনি এগিয়ে। প্রথমআলোর এই পেজটি সেরা দশের ২য় অবস্থানে অবস্থান করছে। ৮ নভেম্বর ২০১০ এ তৈরী করা এ ভেরিফাইড পেজটিতে লাইকের সংখ্যা ১৪,৪০২,১৩৭ টি।
১। গ্রামীনফোনঃ টেলিকম খাতে গ্রামীনফোনের গ্রাহক যেমন সবথেকে বেশি তেমনি বাংলাদেশের মধ্য তাদের ফেসবুক ফেজের লাইক সংখ্যা সবথেকে বেশি। ভেরিফাইড এ পেজটি ২০১০ এর ১৪ জুন চলতে শুরু করে, বর্তমানে যার লাইক সংখ্যা ১৫,৩২২,০৮৭ টি।
টিউনটি আপনাদের কাছে ভাল লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রইল।
আমাদের ফেসবুক পেজ Tech Taskin এ লাইক দিয়ে সাথেই থাকুন।